ঠিক করুন নষ্ট মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ।
আমি এখানে দেখাবো মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ নষ্ট হয়ে গেলে সেটা কীভাবে ঠিক করতে হয়। এখানে নষ্ট বলতে গেলে যদি কম্পিউটারে পায় কিন্তু Open না হয় Error দেখায়, Your Card is Corrupted, Your Disk is Corrupted, Right Protected, তারপর আপনার মেমরি ১৬জিবি কিন্তু দেখাচ্ছে ৮জিবি বা ১০জিবি। এই ক্ষেত্রে এখন আমি যে টিপসটি দেখাবো সেটা করলে ৯৯% মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ ঠিক করে ফেলতে পারবেন।
১) প্রথমে Windows Button+R একসাথে চপবো ।
2) একটি Box Open হবে, সেখানে "cmd" লিখে Enter দিবো। একটা Comment Form Open হবে।
৩) সেখানে Disk Part লিখে Enter চাপবো। Disk Part Open হওয়ার পর চাইলে আগের টা কেটে দিতে পারেন।
৪) তারপর "List Disk" লিখে Enter চাপবো । এরপর আমার Computer এ যে কয়টা Disk আছে সব কয়টা Show করবে।
৫) তারপর লিখবো "Select Disk 2" অর্থ্যাত আপনি যে Disk টা Clean করতে চান সেই Number টা লিখবেন। যদি Disk 1 Clean করতে চান তাহলে "Select Disk 1" লিখে Enter চাপলে "Disk 1 is now the selected disk" দেখাবে যদি Selected Disk 2 লিখি তাহলে "Disk 2 is now the selected disk" দেখাবে। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। তানাহলে ভুলে অন্য Disk Format হয়ে যাবে।
6) তারপর Clean লিখে Enter চাপলে "Diskpart Succeeded in cleaning the disk" দেখাবে। তারমানে আপনার Disk টা একদম Clean হয়ে গেছে।
৭) এখন My Computer এ গিয়ে Right Button এ Click করে Manager>Disk Management এ Click করবো (For Windows 7)
** This PC>Manager>Disk Management ( For Windows 10)
৮) আমরা যে Disk টা Clean করেছি সেটা Unallocated দেখাবে। এখন Unallocated এর উপর Right Button Click করে Next>Next>Next>Finish এ Click করবেন।
*** এখন দেখবেন আপনার মেমোরি কার্ডটি সম্পূর্নভাবে Clean হয়ে গেছে। কোনকিছু জানার থাকলে Comments করতে পারেন। আমি সমাধান দিয়ে দিবো। আর হে Site টি Visit করতে ভুলবেন না।
No comments